ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ওয়েস্ট ইন্ডিজের

ব্রিজটাউন, ২৭ জানুয়ারি (হি.স) : ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের বিরাট ব্যবধানে জয় করল। ব্রিটিশ দর্পচূর্ণ করে ব্রিজটাউন টেস্টে ৩৮১ রানে জয় ছিনিয়ে নিল ক্যারিবিয়ানরা। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল তারা। উপমহাদেশের মাটিতে শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করার পর ক্যালিপসোর দেশে প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়ল ইংরেজরা। ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে একাধিক ইতিবাচক ইঙ্গিত। ব্যাটে-বলে দুরন্ত অল-রাউন্ড পারফরম্যান্সে ঘরের মাঠে স্মরণীয় জয় তুলে নিলেন জেসন হোল্ডার অ্যান্ড কোম্পানি। অন্যদিকে টেস্ট ক্রিকেটে বড় ব্যবধানে হারের নিরীখে সাত নম্বরে থাকবে ইংরেজরা।

প্রথম ইনিংসে কিমার রোচের ৫ উইকেটে মাত্র ৭৭ রানেই শেষ হয়ে গিয়েছিল রুটদের ইনিংস। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এটি ছিল ইংল্যান্ডের চতুর্থ সর্বনিম্ন স্কোর। এরপর দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান দলনেতা জেসন হোল্ডারের অপরাজিত দ্বিশতরান ও উইকেটকিপার ব্যাটসম্যান শেন ডাউরিচের অপরাজিত শতরানে ভর করে বিশাল রানের লক্ষ্যমাত্রা চেপে বসে রুটদের ঘাড়ে।৬১৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর ক্যারিবিয়ান পেস অ্যাটাক সামলানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইংরেজ ব্যাটসম্যানদের কাছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেও রস্টন চেসের বিষাক্ত স্পিনে ২৪৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৬০ রানে ৮ উইকেট তুলে নিয়ে কেরিয়ার বেস্ট পারফরম্যান্সে ইংরেজ ব্যাটসম্যানদের মাটি ধরিয়ে দেন এই ক্যারিবিয়ান অফ-স্পিনার।

ওপেনার বার্নসের ৮৪ ছাড়া সেভাবে বড় রানের ইনিংস খেলতে পারলেন না ইংরেজ ব্যাটসম্যানরা। তাসের ঘরের মত ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। রুটদের শেষ ৬টি উইকেটের পতন হয় মাত্র ৩১ রানে। সবমিলিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টে নামবেন হোল্ডাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *