নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : মন কি বাত অনুষ্ঠানে দেশের নতুন ভোটাদের উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন শতাব্দীতে যাদের জন্ম তারাই আসন্ন নির্বাচনে প্রথমবারের জন্য ভোট দেওয়ার সুযোগ পাবে। আসন্ন নির্বাচন নতুন ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার এক বড় সুযোগ নতুন ভোটাররা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।মন কি বাতের ৫২তম সম্প্রচারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,

আসন্ন লোকসভা নির্বাচনে ২১ শতকে জন্মানো নতুন প্রজন্ম ভোট দেবে। যারা ভোটার তালিকায় এখনও নাম তোলেননি তাদের দ্রুত নাম নথিভুক্ত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্মের সময় হয়ে গিয়েছে দেশের স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্নকে যুক্ত করার। ভোটাধিকার প্রয়োগ করে জাতীয় কর্তব্য পালন করা উচিত।
পাশাপাশি গির অরণ্যে কেবল মাত্র একজন ভোটারের জন্য পোলিং বুথ তৈরি করার জন্য নির্বাচন কমিশনের ভূমিকারও তিনি। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য জনসচেতনতার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার প্রচারের জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।