আগরতলা, ২৫ জানুয়ারি, (হি.স.) : রাজ্যে নেশা কারবারিদের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ। প্রতিদিন রাজ্য পুলিশ নেশা কারবারিদের ধরপাকড় করছে। জানা গেছে, পুলিশের অভিযানে একের পর এক নেশা কারবারি পুলিশের জালে আটকে পড়ছে। রাজ্যের প্রায় প্রতিটি থানার পুলিশ যখন নেশা বিরোধী অভিযানে তৎপর, তখন ঠিক তার উল্টো চিত্র দেখা গেল জিবি ফাঁড়িতে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে জিবি ফাঁড়ির পুলিশ রাতে থখন ঘুমচ্ছিল, ঠিক তখন গোপন খবরের ভিত্তিতে এএসপি-র নেতৃত্বে জিবি ফাঁড়ির সামনে থেকে তিন কুখ্যাত নেশা কারবারিকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃতদের মধ্যে একজন শিক্ষক। ধৃতরা দীর্ঘদিন ধরেই জিবি এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।