নতুন দিল্লি, ২৩ জানুয়ারি (পিআইবি)৷৷ সংবিদানের ষষ্ঠ তপশিল ও ২৮০ নং ধারা সংশোধন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ আজ ২৩শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্তে স্ব-শাসিত জেলা পরিষদগুলোর অর্থনৈতিক উৎস এবং প্রশাসনিক ক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি হবে৷ এরফলে এই অঞ্চলের রাজ্যগুলির জনজাতি সম্পন্ন মানুষদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হবে বলে মনে করা হচ্ছে৷ ভারত সরকার কর্তৃক কঠিক অর্থ কমিশন দশটি জেলা পরিষদ এলাকা এবং এর অন্তর্গত গ্রাম ও পুর পরিষদের জন্য এখন পৃথকভাবে আর্থিক মঞ্জুরীর সুপারিশ করবে কেন্দ্রীয় সরকারের কাছে৷ এরফলে গোটা পরিস্থিতি আমূল বদলে যাবে বলে মনে করা হচ্ছে৷ একদিকে যেমন স্থানীয় সরকারগুলির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে তেমনি জনজাতি অধ্যুষিত এই সকল এলাকায় উন্নয়নমূলক কাজকর্মও হাতে নেওয়া সম্ভব হবে৷ এছাড়া, এই সংশোধনীতে অসম, মেঘাল, মিজোরাম ও ত্রিপুরায় রাজ্য অর্থ কমিশন গঠনেরও সংস্থান প্রদান করা হয়েছে৷

সংশোধনীতে অসমের কার্বি আলং অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং ডিমাসাও অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে ৩০টি দপ্তর হস্তান্তর করার জন্য সংস্থান রাখা হচ্ছে৷ এরমধ্যে রয়েছে পূর্ত, বন, জনস্বাস্থ্য, প্রকৌশল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নগরোন্নয়ন এবং খাদ্য এবং জনসংভরণ দপ্তর৷ এরফলে গোটা এলাকাকে সমৃদ্ধ করে তুলতে এবং প্রতিদিনের সরকারি ও প্রসাসনিক কার্যকলাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিতে পারবে জেলা পরিষদ৷
প্রস্তাবিত এই সংশোধনী গ্রাম ও পুর পরিষদের তৃণমূল স্তর পর্যন্ত গণতন্ত্রকে সম্প্রসারিত করবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷ এছাড়া, গ্রাম ও জেলা পরিষদগুলিকে ক্ষমতা দেওয়া হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বিচার সংক্রান্ত সমস্ত বিষয়ে পরিকল্পনা রচনা করার৷ যার সঙ্গে যুক্ত থাকবে কৃষি, ভূমির উন্নয়ন, ভূমি সংশোধন বাস্তবায়ন, ক্ষুদ্র সেচ, পানীয় জলের সংস্থান, পশু পালন, গ্রামীণ বৈদুতিকরণ, ক্ষুদ্র শিল্প এবং সামাজিক বনায়নের মতো বিষয়৷
নারী ক্ষমতায়নের প্রশ্ণে অসম, মণিপুর ও ত্রিপুরায় স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার নির্বাচনে অন্ততঃ এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য এবং অন্ততঃ দুইজন মনোনিত সদস্য হিসাবে মহিলাকে রাখার সংস্থান রাখা হচ্ছে প্রস্তাবিত এই সংশোধনীতে৷ এছাড়া, অসম, মিজোরাম ও ত্রিপুরা, এই রাজ্যগুলিতে রাজ্য নির্বাচন কমিশন স্ব-শাসিত জেলা পরিষদ, গ্রাম ও পুর পরিষদের নির্বাচন সংগঠিত করবে৷ তবে একটা নির্দিষ্ট সময়ের জন্য মেগালয়ের গ্রাম ও পুর পরিষদের এক তৃতীয়াংশ আসন মহিলাদে জন্য সংরক্ষণের বিষয়টি স্থগিত রাখা হয়েছে৷
এই সংশোধনী কেন্দ্রীয় সরকার, অসম ও মেঘালয় সরকার এবূং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক সলিডারিটি, ডিমা হালাম দাউগা ও আচিক ন্যােশনাল ভলান্টিয়ারস কাউন্সিল’র মধ্যেকার ত্রিপাক্ষিক চুক্তির প্রতিশ্রুতি সম্পূর্ণ করবে বলে অভিমত৷
সংশোধনীতে বর্তমান স্ব-শাসিত জেলা পরিষদের নাম পরিবর্তন করারও প্রস্তাব রাখা হয়েছে৷ এগুলো হবে -কার্বিআঙলং অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিমাহাসাও অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, খাসি হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, জয়ন্তিয়া হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল৷ একটি নির্দিষ্ট জেলার বাইরে জেলা পরিষদ এলাকার সীমারেখা সম্প্রসারিত হবার কারণে নামের সংশোধনী আনা হয়েছে৷ এছাঢ়া কেএএটিসি, ডিএইচএটিসি,, জিএইচএটিসি,, কেএইচএটিসি, ও জেএইচএটিসি,’র আসন সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংশোধনীতে৷

