নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): গত ১৩ ডিসেম্বরের ঘটনা| ২০১৮ সালের ১৩ ডিসেম্বর থেকে মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের অবৈধ খনি থেকে কয়লা তুলতে গিয়ে আটকে পড়েছিলেন ১৩ জন শ্রমিক| তারপর থেকেই উদ্ধারকাজ শুরু করে এনডিআরএফ, নৌবাহিনী এবং কোল ইন্ডিয়া| সময় যেতে কেটেছে, ততই বেড়েছে উত্কণ্ঠা| মেঘালয়ের কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য মেঘালয় সরকারের ভূমিকা নিয়েও অসেন্তাষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট| অবশেষে এক মাস অতিক্রান্ত হওয়ার পর অবৈধ কয়লাখনি থেকে উদ্ধার হল আরও একজন শ্রমিকের দেহ| উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ২০০ ফুটেরও বেশি গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে একজন শ্রমিকের দেহ| বাকি ১১ জন শ্রমিকের দেহ উদ্ধারের কাজ এখনও চলছে| আরও কতদিন ধরে চলবে উদ্ধারকাজ, তা কারও জানা নেই|

উদ্ধারকারী দলের আশঙ্কা, অবৈধ খনিতে আটকে থাকা বাকি শ্রমিকদের কারও বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই| কিন্তু, সরকারি ভাবে এখনও তা ঘোষণা করা হয়নি| ইতিমধ্যেই মাটির গভীরে কার্যক্ষণ রেডার নিয়ে হায়দরাবাদের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইন্সটিটিউট ও চেন্নাইয়ের টেকনলজির দল এবং রুবকির ন্যাশনাল ইন্সটিটিউট অফ হাইড্রোলজির বিশেষজ্ঞরা ঘটনাস্থল ঘুরে গিয়েছেন| বৃহস্পতিবার উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খনির গভীরতা থেকে আরও একজন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে| বাকিদের সন্ধানে উদ্ধারকাজ চলছে|উল্লেখ্য, কিছুদিন আগেই খনি থেকে উদ্ধার হয়েছিল একজন শ্রমিকের দেহ|