লন্ডন, ২৩ জানুয়ারি (হি.স.) : লেস্টার মালিক ভিচাই শ্রীবদ্ধনাপ্রভার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিমান দুর্ঘটনার কালো ছায়া বিশ্ব ফুটবলে। মেসির দেশের তরুণ ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হল বিমান। এই ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের প্রাণ হারানোর আশঙ্কায় এই মুহূর্তে প্রহর গুনছে ফুটবলবিশ্ব। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া অবধি সরকারিভাবে কিছুই জানানো যাচ্ছে না।রেকর্ড চুক্তিতে কার্ডিফ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সম্প্রতি শিরোনামে এসেছিলেন সালা। কিন্তু নতুন ক্লাবের হয়ে মাঠে নামার আগেই সব শেষ। শনিবার ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর কার্ডিফ সিটির উদ্দেশ্যেই রওনা দিয়েছিল আর্জেন্টিনার স্ট্রাইকারের বিমান। সোমবার রাতে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় বিমানটি। র্যা ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রাইভেট জেটটির গতিবিধি।

যাতে সওয়ার ছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার এমিলিয়ানো সালা।প্রাক্তন ক্লাব নান্তেসকে বিদায় জানিয়ে নতুন ক্লাব কার্ডিফের উদ্দেশ্যে রওনা দেওয়া প্রাইভেট জেটে সালার থাকার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের সিভিল অ্যাভিয়েশন অথরিটি। পাইলট সহ সালাকে নিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং দুর্ঘটনার পর বিমানটি জলে তলিয়ে গিয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার কবলে পড়ার পর পাইলট সহ সালার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত জানা যায়নি।ফরাসি ক্লাবটিতে ১১৭ ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ৪২ গোল। কিন্তু নতুন ক্লাবে যাত্রা শুরুর আগে এমন হৃদয় বিদারক ঘটনায় ফের শোকাহত ফুটবলমহল।