ঢাকা, ২১ জানুয়ারি (হি.স.): ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় বিএনপি-র চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম এই আদেশ দেন। আদালত সূত্রের খবর, আগামি ১৮ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন সোমবার বলেন, এই মামলায় গত বছর আদালতে তদন্ত রিপোর্ট জমা দেয় পুলিশ। রবিবার আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে। দুর্নীতির দু’টি মামলায় দন্ডিত হয়ে খালেদা জিয়া পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে আছেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর আদালতে মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খালেদা জিয়া বলেন, আওয়ামি লিগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। আওয়ামি লিগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। এ জবরদখলকারী সরকারের হাতে কোনও ধর্মের মানুষই নিরাপদ নয়।বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে। দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, হিংসা নাশকতা ও রাষ্ট্রদ্রোহ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগে এ সব মামলা হয়। এর মধ্যে ২টি মামলার বিচার হয়েছে, ১৭টি মামলা বিচারাধীন আছে। ৪টি মামলা প্রাক্তন তদারকি সরকার আমলের। অন্য ৩০টি বর্তমান সরকার আমলের। তদন্ত চলছে ১২টি মামলার। স্থগিত আছে ৩টি। এই ১৯টির মধ্যে গত ৪ জানুয়ারি ১৪টি মামলা বিচারের জন্য ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ এজলাসে পাঠানো হয়েছে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে ১৮ ফেব্রুয়ারি।