প্যারিস, ২০ জানুয়ারি (হি.স.) : লিগা ওয়ানের ম্যাচে গুইনগ্যাম্পের কাছে হারের বদলা নিল পিএসজি। গত ৯ জানুয়ারি লিগ কাপে এই গুইনগ্যাম্পের কাছেই ১-২ গোলে হারতে হয়েছিল পিএসজিকে। এক-দুই গোল নয়, ঘরের মাঠে একেবারে ন’গোলে বিপক্ষকে মাটি ধরাল থমাস টাচেলের ছেলেরা।১১ মিনিটে প্রথম গোলে খাতা খুলেছিলেন নেইমার দি স্যান্টোস জুনিয়র। ৮৩ মিনিটে থমাস মেউনিয়ার যখন বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতলেন পিএসজি’র নামের পাশে তখন জ্বলজ্বল করছে ৯টি গোল। কাভানি-এমবাপের হ্যাটট্রিক, নেইমারের জোড়া গোল এবং থমাস মেউনিয়ারের একমাত্র গোলে ফরাসি লিগে বিরাট জয় পেল পিএসজি। ১৯ ম্যাচে ৬২টি গোল সঙ্গে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে পরিষ্কার ১৩ পয়েন্টে এগিয়ে লিগশীর্ষে তারা।ড্যানি আলভেসের লং পাস নিজের দখলে নিয়ে ১৩ মিনিটে দুরন্ত ফিনিশ নেইমারের।

এরপর আর রোখা যায়নি প্যারিসের ক্লাবটিকে। ৩৭ মিনিটে নেইমারের সঙ্গে পাস খেলেই দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল তুলে নেন কিলিয়ান এমবাপে। বিরতির ঠিক আগে বিপক্ষ এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে বল কাভানির পায়ে লেগে প্রতিহত হয়ে জমা পড়ে এমবাপের কাছে। গোলরক্ষককে একা পেয়ে বল জালে ঠেলতে কোনও ভুল করেননি ফ্রান্সের বিশ্বজয়ের নায়ক।বিরতির পর অপ্রতিরোধ্য পিএসজি। ৫৯, ৬৬ এবং ৭৫ মিনিটে তিন গোল করে কাভানি একাই টলিয়ে দেন গুইনগ্যাম্প রক্ষণকে। এর মাঝে ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন নেইমার। ৮০ মিনিটে ক্লোস রেঞ্জ শটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করার পাশাপাশি দলের হয়ে অষ্টম গোলটি করে যান ফরাসি তারকা এমবাপে। ৮৩ মিনিটে মেউনিয়ারের গোলে ন’গোলের বৃত্ত সম্পূর্ণ করে মাঠ ছাড়ল পিএসজি।