নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ জিরানীয়ার মাধববাড়ি এলাকায় ঘটে যাওয়া কান্ড নিয়ে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুললেন জিএমপির সভাপতি তথা সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ গোটা ঘটনায় তিনি শাসক দলের উস্কানি রয়েছে বলেও মন্তব্য করেন৷ একই সাথে তিনি এই ঘটনার পর ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার তা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন৷ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হলে যারা ওই ঘটনার সাথে প্রকৃত অর্থেই জড়িত এদের একজনও শাস্তির কোপে পড়বে না৷ গণমুক্তি পরিষদের পক্ষ থেকে শুক্রবারই মাধববাড়ি এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এক প্রতিনিধি দল৷ পরে সেখান থেকে ফিরে দলের রাজ্য কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে জিএমপি সভাপতি জীতেন্দ্র চৌধুরী বলেন, যারা আহত হয়েছিলেন কিংবা যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিবারকে এখনও আর্থিকভাবে সাহায্য করেনি সরকার৷

সেই সাথে এলাকার যে কুড়ি থেকে বাইশটি দোকান আগুনে পুড়ে গিয়েছে, তাদেরকেও প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়নি৷ দ্রুততার সাথে তিনি সরকারের উদ্দ্যেশে দাবী রাখে যা আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ সেদিনর ঘটনার তিনি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত না করিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবী তুলেছেন৷ এর কারণ হিসেবে তিনি িেদন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ সন্দিপ মাহাত্মেকেও আক্রমণ করেন৷ তিনি বলেন, একজন বিজেপি দলের পৃষ্ঠপোষকের মতো কাজ করছেন জেলা শাসক৷ ইতিমধ্যেই তিনি তাঁর কাজের মধ্য দিয়ে তা প্রমাণও করেছেন৷ এমন কোনও অফিসারকে দিয়ে তদন্ত কারানোকে তিনি দলীয় রিপোর্ট হিসেবেই দেখলেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মাও৷ তিনিও মাধববাড়ির ঘটনার জন্য বিজেপি দলকেই দায়ী করেছেন৷