মাধববাড়ির ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত ঃ শুনানি ৩০শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ ত্রিপুরা সরকারের স্বরা,ট্র দপ্তরের এক আদেশমূলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসককে ৮ জানুয়ারি মাধববাড়িতে সংঘটিত ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, সেদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছিল এবং ধর্মঘট চলাকালীন সময়ে মাধবাড়িতে পুলিশ এবং কিছু স্থানয়ী জনগণ আহত হয়৷

আগামী ৩০ জানুয়ারি সকাল ১০৩০ হইতে সন্ধ্যা ৭০০টার মধ্যে পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে৷ এই শুনােিত অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের তাদের বক্তব্য পেশ করতে দলিল, ভিডিও ক্লিপ ইত্যাদি প্রমাণ সহ হাজির থাকতে অনুরোধ করা হচ্ছে৷ জেলা প্রশাসনের তরফে এও বলা হয়েছে যে, সে ক্ষেত্রে তাদের নাম ও বক্তব্য গোপন রাখা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *