লোকসভা নির্বাচনকে সামনে রেখে অঙ্গ সংগঠনকে নিয়ে মাঠে নামছে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ আসন্ন লোকসভা নির্বানচকে সামনে রেখে আখেড় গোছাতে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও পিছিয়ে নেই৷ সেই সাথে দলের এসসি সংগঠনও কর্মীদেরকে নিয়ে ময়দানমুখী হতে প্রস্তুতি নিয়েছে৷ ইতিমধ্যেই বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে রাজ্য নেতাদের নিয়ে বৈঠকও অনুুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে পৌরোহিত্য করেন দলের উত্তরপূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা এআইসিসির সম্পাদক এস পি সিং৷ পরে তিনি এক সাংবাদিক সম্মেলনে জানান আগামীি কয়েকদিনের মধ্যে জেলা স্তরে এসসি সেলের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসবে দল৷ আগামী ২১ জানুয়ারী পর্যন্ত তিনি রাজ্যে থাকবেন বলে জানা গিয়েছে৷ এদিকে, সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা জানিয়েছেন, দল ইতিমধ্যেই লোকসভা নির্বাচনকে নিয়ে অনেক দূর প্রস্তুতি নিয়ে নিয়েছে৷ বিজেপি উত্তর পূর্বাঞ্চলে যেভাবে আসন সংখ্যা নিয়ে অংক কষছে তাতে তিনি বলেন, দুই চারটি আসন মিলবে কিনা তাদের কে জানে৷

অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, বুধবার সাম্প্রতিক কালে ঘটে যাওয়া জিরানীয়ার মাধববাড়ী এলাকা পরিদর্শনে গিয়েছিলে দলের দশ সদস্যক এক প্রতিনিধি দল৷ তারা দেখতে পায়, এখনও আহত কোনও রোগী কিংবা চিকিৎসাধীন কোনও ব্যক্তিকে সরকারী কোনও সাহায্য প্রদান করা হয়নি৷ তিনি দ্রুত তা প্রদানের কথা জানিয়ে গোটা ঘটনার নিন্দা জানিয়েছেন৷ এছাড়াও সেদিন ঘটনার পুড়ে যাওয়া দোকানগুলির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও উদ্বেগ প্রকাশ করেন৷
বীরজিৎবাবুর স্পষ্ট বক্তব্য, গত দশ মাসে এই সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ৷ অল্প সময়েই তারা মানুষের কাছ থেকে আস্থা হারিয়েছে৷ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে৷ রেগার কাজের মুখ থুবড়ে পড়ায় সম্প্রতি এমন অনেক বাড়িঘরেও অর্থের অভাবে পৌষ সংক্রানিতে পিঠেপুলির উৎসব পর্যন্ত করা যায়নি বলে তাঁর অভিযোগ৷ তিনি জানান, সার্বিকভাবে রাজ্যের পরিস্থিতির উপর ভিত্তি করে মোট ২১ দফা দাবীতে পঞ্চদশ অর্থ কমিশনের কর্মকর্তাদের সাথে দেখা করেছে কংগ্রেস৷ কৃষি ঋণ মুকুব সহ বার্ধক্য ভাতা প্রদান, এডিসির জন্য আটক অর্থ প্রদান- এমন অনেক বিষেয়ই দাবী জানানো হয়েছে৷ নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে গোটা উত্তর পূর্বাঞ্চলই অগ্ণিগর্ভ অবস্থা বলে জানালেন বীরজিৎবাবু৷ তিনি এধরনের ইস্যু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলেই উক্তি করেন৷ মাধববাড়ি কান্ডে এদিন তিনি উচ্চ আদালতের বিচারপতিকে দিয়ে তদন্তের দাবী তুলেছেন৷