বল জ্বরে ভুগছেন বিজেপি-র সাধারণ সম্পাদক রামলাল, ভর্তি নয়ডার কৈলাশ হাসপাতালে

নয়ডা (উত্তর প্রদেশ), ১৭ জানুয়ারি (হি.স.): প্রবল জ্বরে ভুগছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রাম লাল| গুরুতর অসুস্থ অবস্থায় রাম লালকে উত্তর প্রদেশের নয়ডার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে| কৈলাশ হাসপাতাল সূত্রের খবর, বুধবার রাত থেকেই প্রবল জ্বরে ভুগছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রাম লাল| আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে| কৈলাশ হাসপাতালের সিনিয়র ম্যানেজার ভি বি যোশি জানিয়েছেন, ‘একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছে, আপাতত রিপোর্টের অপেক্ষা রয়েছি আমরা| তিনি ভালোই আছেন| আপাতত পর্যবেক্ষণে রাখা হবে|’


যদিও, বিজেপির জাতীয় আইটি এবং সোশ্যাল মিডিয়া প্রচার-এর সদস্য খেমচন্দ শর্মা জানিয়েছেন, রুটিন চেকআপের জন্য নয়ডার কৈলাশ হাসপাতালে ভর্তি হয়েছেন রাম লাল| খেমচন্দ শর্মা টুইট করে জানিয়েছেন, ‘রুটিন চেকআপের জন্য নয়ডার কৈলাশ হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী রাম লালজী| চিন্তার কোনও কারণ নেই| বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে|’ উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদের দায়িত্ব নেওয়ার প্রাক্কালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র প্রচারক ছিলেন রাম লাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *