নয়াদিল্লি ও কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): ছুটেই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। মঙ্গলবার ফের মহার্ঘ্য হল জ্বালানি তেল। অপরিশোধিত তেল ও ভারতীয় মুদ্রার পতনে আরও মহার্ঘ্য হল পেট্রোল-ডিজেল। সোমবারের পর মঙ্গলবার ফের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী দেশের সমস্ত মেট্রো সিটিতে। ২৮ পয়সা বৃদ্ধির পর মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭২.৫২ টাকা এবং ২৯ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম এখন ৬৬.২৪ টাকা। যেভাবে পেট্রোপণ্যের লাগাতার দাম বাড়ছে তাতে কলকাতায় পেট্রোলের দাম ৮০ টাকার সীমা ছাড়াতে আর খুব বেশি দিন লাগবে না।

শুধু কলকাতা নয়, জ্বালানির দামে আগুন লেগেছে রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে। দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৭০.৪১ টাকা প্রতি লিটার এবং ৬৪.৪৭ টাকা প্রতি লিটার। পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৭৬.০৫ টাকা প্রতি লিটার এবং ৬৭.৪৯ টাকা প্রতি লিটার। দিন দিন দ্রুত গতিতে ছুটে চলেছে দুই জ্বালানির দাম। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে।