নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ।। ছয় মাস পর নিখোঁজ কিশোর রাজেন দে আজ সকালে বাড়ি ফিরেছে। জানা গেছে, মহারাষ্ট্র পুলিশ ১৩ বছরের রাজেনকে নিয়ে বিলোনিয়া থানায় আসে। এর পর থানা থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানায় ছুটে আসেন রাজেনের পরিবারের লোকেরা। দীর্ঘ ছয় মাস পর ছেলেকে দেখতে পেয়ে তার মা বাবা কান্নায় ভেঙে পড়েন। পরে থানা থেকে তার পরিবারের লোকেরা রাজেনকে বাড়তে নিয়ে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, আজ থেকে ছয় মাস আগে বিলোনিয়ার বাসিন্দা ১৩ বছরের কিশোর রাজেন দে উদয়পুরে রথ দেখতে গিয়েছিল। কিন্তু সে ট্রেনে করে আগরতলা থেকে হাওড়া হয়ে নাগপুরে চলে যায়। এর পর দীর্ঘ ছয় মাস সে নাগপুরের চাইল্ড লাইনের হেফাজতে ছিল। সেখান থেকে বিলোনিয়া থানায় খোঁজ নেওয়া হয়। সব কিছু খোঁজ নেওয়ার পর মহারাষ্ট্র পুলিশ বিলোনিয়া থানায় রাজেনকে নিয়ে আসে বলে জানা গেছে।