সন্ত্রাসদীর্ণ কোনও দেশে প্রকৃত আর্থিক উন্নয়ন হতে পারে না : সুষমা স্বরাজ

সমরকন্দ, ১৩ জানুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদ উন্নয়নের পথে প্রধান বাঁধা। সন্ত্রাসদীর্ণ কোনও দেশে প্রকৃত আর্থিক উন্নয়ন হতে পারে না বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
রবিবার উজবেকিস্তানের সমরকন্দে ইন্ডিয়া-সেন্ট্রাল এশিয়া ডায়লগ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘আমাদের অঞ্চলে সন্ত্রাসবাদ সব থেকে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। ভারত, মধ্যএশিয়া এবং আফগানিস্তানের সমাজ অত্যন্ত সহিষ্ণু এবং বহুত্ববাদে বিশ্বাসী। সন্ত্রাসবাদীরা যে ঘৃণা প্রচার করতে চাইছে আমাদের সমাজের তার কোনও স্থান নেই।

এই সকল জঙ্গিদের কারা অর্থ বরাদ্দ করছে, কারা সাহা্য্য করে চলেছে, কারা তাদের রক্ষা করে চলেছে তা খতিয়ে দেখা দরকার। আমাদের অঞ্চলের ব্যবসায়িক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে।দুইদিনের উজবেকিস্তান সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করার জন্য ব্যবসাম তথ্যপ্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পাদন হবে। এদিন সভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, মাদকপাচারের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য মধ্যএশিয়ার দেশগুলির জন্য বিশেষ প্রশিক্ষণ দিতে চায় ভারত। এছাড়াও রিমোট সেন্সিং, উচ্চক্ষমতা সম্পন্ন তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আদান প্রদান, চলচ্চিত্র শিক্ষা ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *