নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা এবং কর্তারপুর প্রসঙ্গে নাম না করে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন রাজধানী দিল্লিতে দশম শিখগুরু গোবিন্দ সিং-এর স্মরণে ৩৫০ টাকার স্মারক মুদ্রার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘১৯৮৪ সালে আক্রান্ত হয়েছিল তাদের ন্যায় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে। দশকের পর দশক ধরে মায়েরা, বোনেরা, দিদিরা এবং সন্তানের চোখের জল ফেলেছেন। আইন তাদের প্রকৃত ন্যায়বিচার দেবে। গুরু নানক থেকে গুরু গোবিন্দ সিং সব শিখ গুরুই ন্যায়বিচারের কথা বলে গিয়েছে।

সেই পথ ধরে চলেই বর্তমান সরকার আক্রান্তদের প্রকৃত বিচার দেওয়ার জন্য কাজ করে চলেছে।কর্তারপুর করিডর সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘কর্তারপুর করিডর গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে। কর্তারপুর করিডর গড়ে তোলা দূরবীনের আর প্রয়োজন পড়বে না। মানুষ নিজের চোখেই গুরুদ্বার দরবার সাহেব দর্শন করতে পারবেন। ভিসা ছাড়াই এখন পাকিস্তানের দরবার সাহেবের পরিদর্শন করতে পারবেন পূণার্থীরা। ১৯৪৭ সালের আগস্টে দেশভাগের সময় যে ভুল করা হয়েছিল তা সংশোধন করার জন্য কর্তারপুর করিডর গড়ে তোলা হবে। ১৯৪৭ সালে পবিত্র এই স্থানকে ভারতে অন্তভুক্ত করার জন্য কোনও প্রচেষ্টাই করা হয়নি।’