যিনি দেশ তথা জাতির নেতৃত্ব নেবেন তাকে জাতীয়তাবোধের ভাবধারায় উদ্বুদ্ধ হতে হবে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি ৷৷ আমরা আমাদের অভিষ্ট্য লক্ষ্যে যদি পৌছতে চাই তবে কঠোর পরিশ্রম করতে হবে৷ একই সঙ্গে নিজ নিজ রীতি নীতি, সাংসৃকতিক ঐতিহ্যকে সম্মান দিতে হবে৷ তবেই নেতৃত্ব দেবার জন্য নিজেকে তৈরি করা যাবে৷ আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীরবিক্রম মানিক্য অডিটোরিয়ামে আয়োজিত তিনদিন ব্যাপী ভারতীয় যুব সংসদের উত্তর পূর্বাঞ্চল অধিবেশনের উদ্বোধন করে রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি একথা বলেন৷ তিনি বলেন, যিনি দেশ তথা জাতীয় নেতৃত্ব দেবেন তাকে জাতীয়তাবোধের ভারধারায় উদ্বুদ্ধ হতে হবে৷ তিনি সাম্প্রদায়িক, আঞ্চলিকতাবাদের চিন্তাধারা নিয়ে চললে সমাজকে সঠিক পতে নিয়ে যেতে পারবেন না৷

রাজ্যপাল সংবিধান প্রনেতাদের বিশেষ করে ড বি াার আম্বেদকরের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা অনেক বড় মনের মানুষ ছিলেন৷ তারা সঠিক পথ দেখিয়েছিলেন বলেই ভারতে আজ গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষিত৷ যিনি সমাজকে নেতৃত্ব দেবেন তারা সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে রাজ্যপাল বলেন, অনেক বড় দায়িত্ব তাকে নিতে হবে৷ তাই শৃঙ্খলাবদ্ধ হবার পাশাপাশি তাকে সবার সুখ দুখের সাথী হতে হবে৷ সমাজ গঠনে যুব শক্তির ভূমিকার কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন ভারতের ভবিষ্যৎ দেখতে চাইলে আপনাকে সুকল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে যেতে হবে৷ সেখানেই ভারতের ভবিষ্যৎকে দেখা যাবে৷
স্বাগত ভাষণে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড ভি এল ধারুরকর জানান, উত্তর পূর্বাঞ্চলের সব কয়টি রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন৷ অনুষ্ঠানে এছাড়াও মিডিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক আশুতোষ যোশী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার শানিত দেবরায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *