উচ্চবর্ণের সংরক্ষণে কেন্দ্রীয় সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক স্বার্থ জড়িত, দাবি মায়াবতীর

লখনউ, ৮ জানুয়ারি (হি.স.) : উচ্চবর্ণের জন্য দশ শতাংশ সংরক্ষণে কেন্দ্রীয় সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। মঙ্গলবার এমনই দাবি করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী। এদিন মায়াবতী বলেন, ‘বাস্তব পরিস্থিতি খতিয়ে না দেখে তাড়াহুড়ো করে উচ্চবর্ণের জন্য দশ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই আমাদের এই দাবি ছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আমরা খুশি। কিন্তু, লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্যই এই নতুন সংরক্ষণ নীতি গ্রহণ করেছে কেন্দ্র। যদি তাদের প্রকৃত সদ্দিচ্ছা থাকত তবে আগেই এরকম সিদ্ধান্ত নিতে পারত কেন্দ্র। দীর্ঘদিন ধরেই এই দাবিতে সোচ্চার আমরা হয়েছিলাম। জনসংখ্যার নিরিখে সংরক্ষণ নীতি অবলম্বন করতে হবে। তা হলেই এর থেকে সুবিধা পাবে সাধারণ মানুষ। 
প্রসঙ্গত, আর্থিক ভাবে দুর্বল উচ্চবর্ণের জন্য চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার উচ্চশ্রেণির মানুষকে সংরক্ষণের আওতায় আনা হচ্ছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আর এই ঘোষণার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। এবার আক্রমণ শানালেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।