
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): সিবিআই-এর আভ্যন্তরীন গৃহযুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সিবিআই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকার| সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে অপসারণ বা ছুটিতে পাঠানোর আদেশ এদিন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| আর তাই ফের সিবিআই ডিরেক্টর পদে ফিরতে চলেছেন অলোক বর্মা| তবে, পদে ফিরলেও আপাতত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি| সুপ্রিম কোর্টের এদিনের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘রাফাল দুর্নীতিতে তদন্ত করার জন্য মধ্যরাত একটা নাগাদ অপসারণ করা হয় সিবিআই ডিরেক্টরকে| এখন তাঁকে পুনর্বহাল করা হয়েছে, কিছুটা বিচার পেলেন তিনি| দেখা যাক এবার কি হয়|’
সুপ্রিম রায়ের প্রেক্ষিতে কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল বলেছেন, ‘মধ্যরাতে সিবিআই ডিরেক্টরকে অপসারণের নেপথ্যে একটি উদ্দেশ্য ছিল| উদ্দেশ্য ছিল, অলোক বর্মাকে কাজ করতে না দেওয়া| ওই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে| কেন্দ্র এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-এর সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট|’ উল্লেখ্য, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ আনার পরে দু’জনেরই ক্ষমতা কেড়ে নিয়ে ছুটিতে পাঠিয়েছিল নরেন্দ্র মোদী সরকার| কেন্দ্রের সিদ্ধান্তকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন অলোক বর্মা| কেন্দ্র, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ও অলোক বর্মার বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ গত ৬ ডিসেম্বর রায়দান স্থগিত রেখেছিল| এদিন সিবিআই মামলায় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রায়দান করার কথা ছিল| কিন্তু, মঙ্গলবার তিনি ছুটিতে থাকায় সুপ্রিম কোর্টের ১২ নম্বর কোর্টে সিবিআই মামলার ফয়সালা শোনান বিচারপতি সঞ্জয় কিশান কৌল| প্রথমেই কেন্দ্রীয় সরকারকে বড়সড় ধাক্কা দিয়ে অলোক বর্মাকে অপসারণ বা ছুটিতে পাঠানোর আদেশ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| আর তাই ফের সিবিআই ডিরেক্টর পদে ফিরছেন অলোক বর্মা| তবে, পদে ফিরলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি|

