
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-র সুপারিশেই ছুটিতে পাঠানো হয়েছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেইস্টিগেশন (সিবিআই)-এর ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে| মঙ্গলবার সিবিআই-এর গৃহযুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ের পরই এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| গত অক্টোবর মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর গৃহযুদ্ধে হস্তক্ষেপ করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| পাশাপাশি ছুটিতে পাঠানো হয় সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে|
আচমকা ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অলোক বর্মা| শীর্ষ আদালতের নির্দেশে অলোক বর্মার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তদন্তভার দেওয়া হয়েছিল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে| মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, অলোক বর্মাকে পুনরায় সিবিআই ডিরেক্টর পদে ফিরিয়ে আনতে হবে| তবে, আপাতত তিনি কোনও গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না| এদিন সিবআই মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ‘সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-র সুপারিশেই ছুটিতে পাঠানো হয়েছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেইস্টিগেশন (সিবিআই)-এর দু’জন পদাধিকারিকে|’ জেটলির কথায়, ‘সিভিসি-র সুপারিশ অনুযায়ী, সিবিআই-এর দু’জন অফিসার একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছিলেন, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল|’ জেটলি আরও জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলা হবে এবং সরকার এই লক্ষ্যেই কাজ করবে|’
