কেপ টাউন, ৬ জানুয়ারি (হি.স.) : নিউল্যান্ডসে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের দোড়গোড়ায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে প্রোটিয়ারা তাদের ফার্স্ট ইনিংস শেষ করে ৪৩১ রানে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়া মাত্র তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। সুতরাং চতুর্থ দিনে জয়ের জন্য প্রয়োজনীয় ৪১ রান তুলতে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা। নিউল্যান্ডসে জয় তুলে নিলে ৩ ম্যাচের টেস্ট সিরিজেরও দখল নেবে প্রোটিয়ারা।

প্রথম ইনিংসের নিরিখে ২৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা পাকিস্তান কোনও রকমে ইনিংস হার এড়াতে সক্ষম হয়। তবে কেপ টাউন টেস্টে তাদের হার কার্যত নিশ্চিত। স্টেইন ও রাবাদার আগুনে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট হয়ে যায় ২৯৪ রানে। আসাদ শফিক দলের হয়ে সব থেকে বেশি ৮৮ রান করেন। এছাড়া বাবর আজম ৭২ ও শান মাসুদ ৬১ রানের যোগদান রাখেন। বাকিরা কেউ বলার মতো রান করতে পারেননি। ডেল স্টেইন ও কাগিস রাবাদা ৪টি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট নিয়েছেন ফিলেন্ডার ও অলিভিয়ের। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১২২তম ওভারের প্রথম বলে ভার্নন ফিলেন্ডারের লেগ স্ট্যাম্প উড়িয়ে দেন আমির। যে কোনও পেসারের ঠিক যে রকম স্বপ্ন থাকে ব্যাটসম্যানকে ক্লিন বোল্ড করার, আমির ফিলেন্ডারকে আউট করেন ঠিক সেভাবেই। বল স্ট্যাম্পে লাগা মাত্র ভেঙে দু’টুকরো হয়ে যায় সেটি। এমন স্বপ্নের ডেলিভারিতে নিউল্যান্ডসের গ্যালারি মাতিয়ে তুললেও আমির নিজের দলকে নির্ভরতা দিতে পারেননি। ইনিংসে চারটি উইকেট নেন বটে, তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। পাকিস্তানের ঘাড়ে বড় রানের চাপিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।