
নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): মেঘালয়ের কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য মেঘালয় সরকারের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট| গত ১৩ ডিসেম্বর থেকে মাটি থেকে ১৫ মিটার নীচে আটকে থাকা শ্রমিকরা জীবিত বা মৃত যে অবস্থাতেই থাকুন না কেন তাঁদের দ্রুত উদ্ধার করার কথা জানান সর্বোচ্চ আদালত| মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া পাহাড়ের ৩২০ ফুট গভীর একটি অবৈধ কয়লা খনিতে কয়লা তুলতে নেমে আটকে পড়েন ১৫ জন শ্রমিক| বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌবাহিনী ও দমকল উদ্ধারকাজ চালাচ্ছে| বহু দিন কেটে গিয়েছে অথচ এখনও উদ্ধার করা যায়নি খনিতে আটকে থাকা শ্রমিকদের|
এমতাবস্থায় উদ্ধার কাজে মেঘালয় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট| একজন আইনজীবীর দাখিল করা পিটিশনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায়, ‘খুবই উদ্বেগজনক পরিস্থিতি| কয়লা খনিতে আটকে থাকা ১৫ জন শ্রমিকের জীবন-মৃত্যুর প্রশ্ন|’ শীর্ষ আদালত আরও জানায়, মেঘালয় সরকারের উদ্ধারকাজে আমরা মোটেও সন্তুষ্ট নই| সুপ্রিম কোর্ট এদিন মেঘালয় সরকার জানায়, গত ১৪ ডিসেম্বর থেকে উদ্ধারকাজ চালাচ্ছে ৭২ জন এনডিআরএফ কর্মী, ১৪ জন নৌবাহিনীর কর্মী এবং কোল ইন্ডিয়ার কর্মীরা| তখনই সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, ‘তাহলে, এখনও কেন তাঁরা সাফল্য পেলেন না?’
