আগরতলায় তিনটি পার্ক পরিচালনায় সোসাইটি গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ আগরতলায় তিনটি পার্ক পরিচালনায় সোসাইটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ হেরিটেজ পার্ক, নেহেরু পার্ক এবং এলবার্ট এক্কা পার্ক পরিচালনার দায়িত্ব সোসাইটির হাতে তুলে দেওয়া হবে৷ ত্রিপুরা পার্ক এন্ড গার্ডেন সোসাইটি গঠনে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷


পার্ক পরিচালনায় সোসাইটি গঠনের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের ব্যাখ্যা, আয়ের তুলনায় খরচ বেশি হচ্ছে৷ রাজ্য সরকারকে তা বহন করতে হচ্ছে৷ তাই, আগরতলায় তিনটি পার্ক পরিচালনার দায়িত্ব সোসাইটিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


শিক্ষামন্ত্রী এদিন নেহেরু পার্ক এবং হেরিটেজ পার্কের আয়-ব্যয়ের হিসেব দিয়েছেন৷ তাঁর কথায়, ২০১৩-১৪ অর্থবছরে ওই দুটি পার্ক থেকে আয় হয়েছে ১০ লক্ষ ৫৪ হাজার টাকা৷ অথচ খরচ হয়েছে ১৫ লক্ষ ১৪ হাজার টাকা৷ তেমনি ২০১৫-১৬ অর্থ বছরে আয় হয়েছে ১৩ লক্ষ ৬০ হাজার টাকা, খরচ ২২ লক্ষ ৭৬ হাজার টাকা৷ ২০১৬-১৭ অর্থ বছরে আয় ১৫ লক্ষ ৩৫ হাজার টাকা, খরচ ২২ লক্ষ ৪৪ হাজার টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে আয় ১৭ লক্ষ ৪ হাজার টাকা এবং খরচ হয়েছে ২৬ লক্ষ ৭৯ হাজার টাকা৷ তাঁর মতে, পার্কগুলি থেকে রাজ্য সরকার কোন রাজস্ব পাচ্ছে না৷ বরং বাড়তি খরচ বহন করতে হচ্ছে৷ তাই, সোসাইটি গঠন করে পার্কগুলি পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


শিক্ষামন্ত্রীর দাবি, সোসাইটি অ্যাক্ট মেনেই পার্কগুলি পরিচালনার জন্য ত্রিপুরা পার্ক এন্ড গার্ডেন সোসাইটি গঠন করা হবে৷ তাঁর মতে, সোসাইটি পার্কগুলি পরিচালনা করলে সিএসআর কর্মসূচীর অন্তর্গত অর্থ সংগ্রহ সম্ভব হবে৷ সেই টাকায় পার্কের বিভিন্ন সংস্কার কাজ করা যাবে৷