ওডিশায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৯, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

পারাদ্বীর ও ভুবনেশ্বর, ৩ জানুয়ারি (হি.স.): ওডিশার কেন্দ্রাপড়া জেলায় মহানদী নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯ জন| দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালানোর পর বুধবার গভীর রাতে উদ্ধার হয়েছে আরও আটটি দেহ| যদিও, এখনও পর্যন্ত একজনের কোনও খোঁজ নেই| কেন্দ্রাপড়া জেলা কালেক্টর ডি সতপতি জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ন’টি দেহ উদ্ধার হয়েছে| তল্লাশি অভিযান চলছে, যদিও এখনও পর্যন্ত একজনের কোনও খোঁজ পাওয়া যায়নি|’ মহানদী নদীতে নৌকাডুবির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক| বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন, নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে| 

জেলা কালেক্টর জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কেন্দ্রাপড়া জেলার নিপানিয়ার কাছে মহানদী নদীতে ডুবে যায় একটি নৌকা| ‘অভিশপ্ত’ নৌকাটিতে সেই সময় ১০ জন ছিলেন| নৌকাডুবির কয়েক ঘন্টার মধ্যেই একজন মহিলার দেহ উদ্ধার হয়| পরে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে আরও আটটি দেহ উদ্ধার করা হয়েছে| তবে, এখনও পর্যন্ত একজনের কোনও খোঁজ নেই| আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে দমকল এবং ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ)| জেলা কালেক্টর আরও জানিয়েছেন, মৃতদের মধ্যে দু’জন মহিলার বয়স ৪০-৪৫ বছরের মধ্যে এবং সাতটি শিশুর বয়স ৭-১০ বছরের মধ্যে| নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|