জম্মু, ৩১ ডিসেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) দুই সদস্যের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। সেনার গুলিতে খতম বর্ডার অ্যাকশন টিমের দুই সদস্য। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্ত লাগোয়া কুপওয়ারা জেলার নৌগামে।
সোমবার সেনাবাহিনীর তরফে জানানো হয়, নৌগামে নিয়ন্ত্রণ রেখা বরাবর হঠাৎই অবিরাম ধারায় গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই সময় টহলরত সেনাবাহিনীর জওয়ানরা লক্ষ্য করে পাকিস্তানের দিক থেকে আসা দুইজন ব্যাট সদস্য ভারতীয় ভূখণ্ডের অনুপ্রবেশের চেষ্টা করছে। ওই দুই অনুপ্রবেশকারীর সঙ্গে গুলির লড়াই বাধে সেনাবাহিনীর। পরে সেনা জওয়ানদের গুলিতে খতম হয় ওই দুই অনুপ্রবেশকারী।
সোমবার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয় যে ব্যাট সদস্যরা বিএসএফ-র উর্দি পরেছিল। নিহত অনুপ্রবেশকারীদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত অনুপ্রবেশকারীদের মৃতদেহগুলিকে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে বলা হয়েছে। বড় ধরণের নাশকতা ঘটনার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল বলে সেনার তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বর্ডার অ্যাকশন টিম হচ্ছে বিশেষ বাহিনী যার মধ্যে রয়েছে পাকিস্তানি সেনা জওয়ান এবং জঙ্গিরা।