নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ আকষ্মিক অগ্ণিকান্ডের ঘটনায় বৃহস্পতিবার আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে৷ বিশেষ করে শহর

আগরতলার প্রায় ব্যস্ততম সড়ক, টাউন প্রতাপগড়ের ১নং রোড এলাকায় এই ঘটনা হওয়ায় স্বাভাবিক ভাবেই ভয় ছড়িয়ে পড়ে মুহূর্তেই৷ শহরের আশপাশ এলাকা থেকে অগ্ণি নির্বাপক বাহিনীর ইঞ্জিনও ছুটে আসে দ্রুত৷
জানা গেছে, সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ টাউন প্রতাপগড়ের ১নং রোডের এক বাড়ির গলিতে হঠাৎই এই অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, কোনও গ্যাসের আগুন থেকেই ছড়িয়ে পড়েছিলো আগুন৷ ঘরে সেই সময়ে কেউ না থাকায় আাগুনও ছড়িয়ে পড়েছিলো ততক্ষণে৷ ঘটনার সময় বাড়িতে থাকা অন্যান্য ভাড়াটিয়াদের নজরে আসে ওই আগুন৷ তারা সাথে সাথে খবর দেয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী৷ দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ ওই সময় ঘরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি৷