শীতের কামড় অব্যাহত কাশ্মীর উপত্যকায়, রেকর্ড ঠাণ্ডা কার্গিলে

শ্রীনগর, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় জবুথবু গোটা কাশ্মীর উপত্যকা| হাড় কনকনে ঠাণ্ডার পরশ অব্যাহত লেহ, কার্গিল এবং শ্রীনগর শহর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্তে| মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে লাদাখ রিজিওনেও| মঙ্গলবার লাদাখ রিজিওনের কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস| পাশাপাশি লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.১ ডিগ্রি সেলসিয়াস|
জম্মু ও কাশ্মীরের আবাহওযা দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের পর্যটন কেন্দ্র গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে| কাশ্মীর উপত্যকা, লাদাখ রিজিওনের পাশাপাশি ঠাণ্ডার পরশ অব্যাহত রয়েছে জম্মু রিজিওনেও| জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.১ ডিগ্রি সেলসিয়াস|