নয়ডা, ১৭ ডিসেম্বর (হি.স.): সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশের নয়ডায়| স্কুলের পঠনপাঠন চলাকালীন দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দু’জন স্কুল পড়ুয়ার| এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন পড়ুয়া| আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৪৯ থানার অন্তর্গত সালারপুর গ্রামে অবস্থিত একটি প্রাইভেট প্রাইমারি স্কুলে| মর্মান্তিক এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|
গৌতম বুদ্ধ নগর-এর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অজয় পাল শর্মা জানিয়েছেন, সোমবার সকাল দশটা নাগাদ সালারপুর গ্রামে অবস্থিত একটি প্রাইভেট প্রাইমারি স্কুলের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে| দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’টি শিশুর| এছাড়াও তিনটি শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার পরই মৃত এবং আহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করেন এসএসপি অজয় পাল শর্মা এবং জেলা ম্যাজিস্ট্রেট ব্রজেশ নারাইন| মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| পাশাপাশি স্কুলের দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|


