দুর্নীতি ও কর্তব্যে গাফিলতি, সাসপেন্ড এএমসি সার্ভে অফিসার

আগরতলা, ১৬ ডিসেম্বর, (হি.স.) : দুর্নীতি এবং কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে আগরতলা পুর নিগমের এক আধিকারিককে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আগরতলা পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার মতিলাল সাহাকে এর আগে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছিল।
পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার মতিলাল সাহাকে দুর্নীতি এবং কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে সার্সপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। সাসপেন্ড অবস্থায় থাকাকালীন তিনি কর্তৃপক্ষের অনুমতি ভিন্ন আগরতলার বাইরে কোথাও যেতে পারবেন না।
জানা গেছে, কিছুদিন আগে মরণজিৎ নামের এক শ্রমিক বিগবাজারের উল্টো দিকে বেআইনিভাবে গড়ে ওঠা ভানু টিম্বার বিল্ডিঙে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই ঘটনায় বেশ তোলপাড় হয়। তখন রাজ্য সরকার কঠোর মনোভাব গ্রহণ করে এবং ভানু টিম্বারের মালিক হিমাংশুরঞ্জন সাহাকে বেআইনি বাড়ি ভেঙে ফেলার জন্য নির্দেশ দেয়। এই ঘটনার পর বেআইনি কাজে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়।
কিন্তু বামফ্রন্ট পরিচালিত এএমসি কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে পুর নিগমের প্রচ্ছন্ন মদতে দিব্যি দোকানের কাজ চালিয়ে যাচ্ছিলেন ভানু টিম্বারের মালিক হিমাংশুরঞ্জন সাহা।
জানা গেছে, সরকারের কড়া মনোভাবে শেষ পর্যন্ত এএমসি কর্তৃপক্ষ ফের ভানু টিম্বারের মালিক হিমাংশুরঞ্জন সাহাকে এক নির্দেশ দেয় যে এক সপ্তাহের মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার জন্য। নতুবা এএমসি কর্তৃপক্ষ সেই নির্মাণ ভেঙে দেবে এবং নির্দেশ না মানার দায়ে কঠোর পদক্ষেপ নেবে। একইসঙ্গে রবিবার পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার মতিলাল সাহাকে দুর্নীতি এবং কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে সাসপেনশন লেটার ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।