নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিশেষ কোনও পরিবারের প্রতি নয়, কয়েক হাজার সেনা জওয়ানের পরিবারের প্রতি দায়বদ্ধ সরকার। রবিবার সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলিতে দাঁড়িয়ে এমনইদাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম কোনও জনসভায় ভাষণ দিতে গিয়ে নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে মুখর হলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘তাদের(কংগ্রেস) কাছে প্রতিরক্ষামন্ত্রীমিথ্যাবাদী, বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকারিকেরা মিথ্যাবাদী। এমনকি তারা মনে করে ফরাসি সরকারও বিভ্রান্ত করছে। আর আজ দেশের সর্বোচ্চ আদালতের রায় নিয়েও তারা সন্দেহ প্রকাশ করছে।’
প্রতিরক্ষা ক্ষেত্রে কংগ্রেসের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকে প্রতিটি প্রতিরক্ষা চুক্তিতে বিদেশি মধ্যস্থতাকারীদের সঙ্গে ব্যবসা করেছে কংগ্রেস।’ আটের দশকে বোফর্স এবংসাম্প্রতিককালের অগাস্টা ওয়েস্টল্যান্ডের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা সব সময় মামা এবং আত্মীয়দের সঙ্গে ব্যবসা করে চলেছে। কংগ্রেস নেতারা একটাই আদর্শে বিশ্বাসী আর তা হল মিথ্যা নেমে,মিথ্যা দেবে, মিথ্যা খাব এবং মিথ্যা চিবোবে। কংগ্রেস যত মিথ্যা কথাই বলুক না কেন দিনের শেষে সত্যেরই জয় হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকাকে মানুষ কখনও ক্ষমা করবে না। কার্গিল যুদ্ধের পরবায়ুসেনার উন্নতির প্রয়োজন ছিল। কেন্দ্রের দশ বছর ক্ষমতায় থাকাকালীন বায়ুসেনার উন্নতিসাধনে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি কংগ্রেস।’
অগাস্টা ওয়েস্টল্যান্ডের দুর্নীতিতে অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মাইকেল হচ্ছে কংগ্রেস নেতার আরও এক মামা। মাইকেলকে সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার করে ভারতে প্রত্যাপর্ণ করে আনাহয়েছে। আর আমরা সবাই দেখতে পাচ্ছি কংগ্রেস তাকে বাঁচানোর জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার হয়ে সওয়াল করার জন্য উকিলও নিযুক্ত করেছে কংগ্রেস।