বনভূমির পাট্টা বিতরণ সুষ্ঠুভাবে করার লক্ষ্যে শীঘ্রই জেলা ও মহকুমাস্তরে উপদেষ্টা কমিটি গঠিত হবে ঃ বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ডিসেম্বর৷৷ খোয়াই জেলায় কেন্দ্রীয় সরকারের যেসব উন্নয়ন প্রকল্পের কাজ চলছে সেগুলি নির্ধারিত সময়ের মধ্যে গুণমান বজায় রেখে শেষ করতে হবে৷ জেলায় গ্রামীণ এলাকার রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত কর্মসূচি রূপায়ণে সংশ্লি,ট দপ্তরের আধিকারিকদের আরও যত্নবান হতে হবে৷ আজ খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাভিত্তিক উন্নয়নমূলককর্মস্ এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন উপজাতি কল্যাণ ও বনমন্ত্রী শ্রী জমাতিয়া৷ পর্যালোচনাসভায় তিনি খোয়াই জেলায় উপজাতি কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত বিভিন্ন বিদ্যালয় ও ছাত্রাবাসগুলোতে যাতে যথাযথ পঠন পাঠন হয় তার উপর গুরুত্বারোপ করেন৷ পর্যালোচনাসভায় খোয়াই জেলায় উন্নয়ন কর্মসূচি রূুপায়নে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের উপরও গুরুত্বারোপ করেন উপজাতি কল্যাণ মন্ত্রী ও বনমন্ত্রী৷ তিনি বলেন, ব নভূমির প াট্টা বিতরণ যাতে সুষ্ঠভাবে করা যায় সেই লক্ষ্যে শীঘ্রই জেলা ও মহকুমাস্তরের উপদেষ্টা কমিটি গঠন করা হবে৷
পর্যালোচনাসভার শুরুতে খোয়াই জেলার জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী জেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিগুলির বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ জেলাশাসক স্বচ্ছ ভারত অভিযানে বিজ্ঞান সম্মত শৌচালয় নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় গৃহ নির্মাণ, এমজিএন রেগা, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা, জেলায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ, পূর্ত্ত দপ্তরের অধীনে চলা নির্মাণ কাজ, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সহ বনভূমির পাট্টা বিতরণ, কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অগ্রগতির চিত্র তুলে ধরেন৷ পর্যালোচনাসভায় উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌদুরী, বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি গৌরাঙ্গ দাস৷ তাছাড়াও খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক, জেলার ৬টি ব্লকের বিডিওগণ সহ শিক্ষা, স্বাস্থ্য, পুর্ত্ত, পানীয় জল, বন, উপজাতি কল্যাণ, কৃষি, জলসম্পদ, বিদ্যুৎ, খাদ্য এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলাস্তরের আধিকারিকগণ সভায় উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *