ভূপাল, ১১ ডিসেম্বর৷৷ মধ্যপ্রদেশে কড়া টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের৷ সকাল থেকেই এই দুই দল একে অপরকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে৷ তবে, একক সংখ্যাগরিষ্ঠতা দখলে দুই দলই ব্যর্থ হবে, গণনার লক্ষণ দেখে তাই অনুমান করা হচ্ছে৷ ফলে, বহুজন সমাজ পার্টি সহ নির্দল মধ্যপ্রদেশে সরকার গঠনে কিংমেকার হিসাবে স্থান পাবে৷ সর্বশেষ ফলাফল অনুযায়ী বিজেপি ১১১টি, কংগ্রেস ১০৯টি এবং বিএসপি ও নির্দল সহ অন্যান্য ১০টি আসনে এগিয়ে রয়েছে৷
2018-12-11