আদালত জবা মোদককে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ অভয়নগরে আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর ছোট বোনকে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিহত আইনজীবী প্রদীপ মোদকের ছোট বোন জবা মোদককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, জবা মোদককে গ্রেফতার করার পর বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার সকালে ধৃত জবা মোদককে আদালতে সোপর্দ করা হয়। আদালত জবা মোদককে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
ঘটনার ১০ দিন পর আইনজীবী প্রদীপ মোদকের হত্যার সঙ্গে জড়িত অন্যতম অভিযুক্ত জবা মোদককে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বোনকে গ্রেফতার করা হলেও চারদিকে সমালোচনার ঝড় শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, সত্যিই কি আইনজীবী প্রদীপ মোদককে তার বোন জবা মোদক খুন করেছে? তাঁদের মতে, এমন সুঠাম দেহের লোকটিকে একজন মহিলা কী করে খুন করতে পারে? এদিকে পুলিশ ধৃত আইনজীবীর বোন জবা মোদককে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে অতিসত্বর রহস্যের জট খুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *