নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ ভারতবর্ষ এক বিশাল দেশ৷ এদেশে নানা ধর্ম-বর্ণ- ভাষা ও সম্প্রদায়ের লোক বাস করেন৷ নানা বিষয়ে আমাদের মধ্যে বিভিন্নতা থাকলেও আমরা এক ও অভিন্ন৷ এদেশের কৃষ্টি ও সংসৃকতি অনাদিকাল ধরে সমৃদ্ধ৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মহান কৃষ্টি ও সংস্ক-তিকে অবলম্বন করে সবকা সাথ সবকা বিকাশখ নীতি কার্যকর করার প্রয়াস নিয়েছেন৷ এই নীতি বাস্তবায়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকালে পশিখচম জয়নগরে তিনদিনব্যাপী ১০৮ শ্রী শ্রীমৎ স্বামী
জ্যৌাতিশ্বরানন্দ গিগিদ্দর মহারাজের ১১০তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এই অভিমত ব্যক্ত করেন৷
প্রদীপ জেলে এই গীতজজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমরা দেখেছি আমাদের দেশের এই মহান কৃষ্টি ও সংস্কৃতিকে ধবংস করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিদেশী শক্তি ভারত আক্রমণ করেছে৷ তারা তাদের নীতি-আদর্শ আমাদের উপর চাপিয়ে দ্যেয়ার চেষ্টা করছে৷ তখনকার সময়ে ভারতবর্ষের কৃষ্টি ও সংসৃকতির উপরে তীক্ষ্ন আক্রমণের কারণে তাদের শাসন ব্যবস্থা মানুষ প্রত্যাখ্যান করেন৷ এরপরে ইংরেজরা ভারতের শাসন ব্যবস্থা হাতে নেয়৷ প্রায় ২০০ বছর এদেশে তারা শাসন করে৷ তৎকালীন সময়ে ভারতের একটা বিরাট অংশের মানুষ পুঁথিগত শিক্ষায় সুশিক্ষিত না হলেও ১৯৯৩ খ্রীষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্টের শিকাগো শহরে বিশ্বধর্ম মহা সম্মেলনে যোগ দিয়ে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রচার করে বিশ্বজয় করেছিলেন৷ এটাই হলো ভারতের কৃষ্টি, সংসৃকতি ও পরম্পরা৷ আমাদের পরম্পরা হলো ঋকবেদ, সামবেদ, যদুবেদ ও অথর্ববেদ৷ যাতে চিড় ধরানো যায় না৷ যা চিরকাল বহমান৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের কৃষ্টি, সংসৃকতি, সাধু-সন্ত ও দেশের ৬৫ শতাংশ তরুণ তরুণীদের নিয়ে নতন ভারত গড়ার স্বপ্ণ দেখছেন৷ আমরা চাই নেশামুক্ত, অপরাধমুক্ত ও নারী নির্যাতন মুক্ত রাজ্য৷ মুখ্যমন্ত্রী বলেন, একাজে সকলকে এগিয়ে আসকতে হবে৷ স্মার্টসিটি মিশন প্রকল্পে রাজ্য সরকার আগরতলারসার্বিক উন্নয়নে প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয় করবেন৷ অনষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রবীর ব্রহ্মচারী সহ বহু সন্ন্যাসী ও ভক্তগণ৷ বক্তব্য রাখেন আমেরিকা থেকে আগত স্বামী পরমানন্দ সরস্বতী ও স্বামী গয়ান নন্দ ব্রহ্মচারী৷ স্বাগত ভাষণ দেন স্বামী বিশ্বেশ্বরানন্দ মহারাজ৷
2018-12-09

