নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অসামান্য কাজ হয়েছে। দ্রুত উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে এক আলোচনা সভায় এমনই জানালেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ
মুয়াজ্জেম আলি। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তি যুদ্ধের স্মরণে এদিন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ মুয়াজ্জেম আলি বলেন, সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসামান্য কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই দিকেই এগিয়ে চলেছে বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে শেখ মুজিববুর রহমানের দৃঢ়চেতা ও দূরদৃষ্টি সম্পন্ন মানসিকতার জন্যই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। শেখ মজিববুর রহমান এবং তাঁর মেয়ে শেখ হাসিনার অবদানকে স্বীকৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনার অবদানের বিষয় তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, আর্থিক বৃদ্ধিতে দ্রুত এগিয়ে চলেছে বাংলাদেশ। জিডিপির বৃদ্ধির হার ৭.৮৬ শতাংশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আর্থিক ভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। বাংলাদেশের উন্নয়নের জন্য ভারতের পাশে দাঁড়ানোটা একান্ত প্রয়োজন। আমরা এক সঙ্গে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। উল্লেখ্য, সামনেই বাংলাদেশে নির্বাচন। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি।