সিমলা, ৫ ডিসেম্বর (হি.স.) : স্কুল যাওয়ার পথে দ্রুত গতিতে আসা ট্র্যাক্টর-ট্রলির ধাক্কায় মৃত্যু হল এক ৬ বছরের স্কুল পড়ুয়ার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সিমলা জেলার চৌপালে। ঘটনাস্থলের মৃত্য হয় শিশুটির। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় গাড়ির চালক । পরে পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্র্যাক্টরটিও । পুলিশ জানিয়েছে, এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ দেবতের কুমবড়া গ্রামের বাসিন্দা আলী মহম্মদের পুত্র আনস(০৬) পায়ে হেঁটে স্কুলের দিকে যাচ্ছিল। তখনই দ্রুত গতিতে আসা ঘাতক ট্র্যাক্টরটি ওই বাচ্চাটিকে পিষে দেয়। ঘটনাস্থলের মৃত্যু হয় ওই শিশুটির। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থেকে পালিয়ে যায় চালক। গ্রামবাসীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পলাতক ট্র্যাক্টরের চালককেও গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক ট্র্যাক্টরটিকে।
2018-12-05