দিল্লিতে রেস্তরাঁর ভিতরে প্রকাশ্যে খুন যুবক

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.) : দিল্লির সাকেতের কাছে একটি রেস্তরাঁর ভিতরে প্রকাশ্যে খুন করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত এখনও অধরা। জানা যায়নি খুনের কারণও। শুক্রবার তদন্তের জন্য ফরেনসিক এবং ক্রাইম টিম ঘটনাস্থলে পৌছেছে।

সূত্রের খবর, হেমন্ত নামের নিহত ওই যুবক ওই রেস্তরাঁরই কর্মচারী ছিল। আরও তিন জন ছেলেও কাজ করত সেখানে। আচমকা ছুরি মারা হয় হেমন্তকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
হেমন্তের পরিবারের অভিযোগ, রেস্তরাঁয় যে তিন জন আরও কাজ করত, তাদের মধ্যেই কেউ এক জন হেমন্তকে হত্যা করেছে। হেমন্তর ভাই জুগনু জানিয়েছে, ঘটনাটি একটি বিলাসবহুল এলাকায় ঘটেছে, রেস্তরাঁর ভিতরে ও বাইরে যথেষ্ট সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ফলে খুব তাড়াতাড়িই খুনি ধরা পড়বে বলে তিনি আশা করেছেন।