ভুজ, ২৭ নভেম্বর (হি.স.) : এক পরিত্যক্ত পাকিস্তানি নৌকাকে বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার রাতে গুজরাটের কচ্ছ জেলার স্যার ক্রিক এলাকা থেকে ওই নৌকাটি বাজেয়াপ্ত করা হয়।
মঙ্গলবার বিএসএফ-এর ডেপুটি কম্যাডেন্ট অজয় শাহ জানিয়েছেন, ২০ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া কাঠের নৌকাটি সীমান্ত লাগোয়া স্যার ক্রিক এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়। নৌকা থেকে ভোজ্য খাবার ও মাছের ধরার সরঞ্জাম পাওয়া গিয়েছে। পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তা থেকে মনে করা হচ্ছে যে নৌকাটি পাকিস্তানি মৎস্যজীবীর। সাঁতরে হয়তো তারা পাকিস্তান চলে গিয়েছে। যদি গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া ক্রিক অঞ্চলটি সামুদ্রিক মাছ ও চিংড়ি মাছ প্রচুর পাওয়া যায়। প্রায়ই পাকিস্তানি মৎস্যজীবীরা এই এলাকায় এসে মাছ ধরেন। এই রকম পাকিস্তানি নৌকা ওই এলাকায় আগেও পাওয়া গিয়েছে।
অক্টোবর মাসে ওই এলাকায় পাঁচ পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করে বিএসএফ।