নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ উত্তর পূর্বাঞ্চলের পর্যটন ক্ষেত্রের বৈচিত্রময়তা ও সম্ভাবনা দেশ বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরার
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/Tourism-Mart-300x200.jpg)
উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ৭ম আন্তর্জাতিক ট্যুরিজম মার্ট আয়োজন করা হয়েছে৷ আগরতলাতে প্রথমবারের মত এই উৎসব আয়োজিত হয়েছে৷ অনুষ্ঠান উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের উচ্ছাস লক্ষনীয়৷ আজ প্রজ্ঞাভবনের ৩নং হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের সচিব রেশমী ভার্মা একথাগুলি বলেন৷ তিনি জানান এই অনুষ্ঠানে ১৮টি দেশের ৫৩ জন বিদেশী প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ২৫ জন ট্যুর অপারেটর এবং উত্তর পূর্বাঞ্চলের ৮১ জন সেলার ও এই মার্টে অংশগ্রহণ করেন৷ এই অনুষ্ঠান শেষে তারা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলোও ঘুরে দেখবেন৷ এই অনুষ্ঠানে মধ্য দিয়ে এই অঞ্চলের পর্যটনের সম্ভবনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
তিনি বলেন, বর্তমান ভারত সরকার দেশের পর্যটন শিল্পের বিকাশে আন্তরিক৷ ২০১৭ সালের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এর আগের বছরের তুলনায় এই বছর ভারতে বিদেশী পর্যটকের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে৷ ফলে বিদেশী মুদ্রার আয় বেড়েছে ২০ শতাংশ৷ পর্যটন শিল্পের সুচিতে ভারতবর্ষ ২৫ ধাপ এগিয়ে ৪০ নম্বর স্থান দখল করেছে৷ আর এসব কিছুই সম্ভব হয়েছে কিছু যুগোপযোগী সিদ্ধান্ত নেবার ফলে৷ স্বদেশ দর্শন, প্রসাদ পরিকল্পনা, ইনক্রেডিবল ইন্ডিয়া ২০ প্রকল্প সহ সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ও ইলেকট্রোনিক মিডিয়ায় পচারের ফলেই দেশের পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে৷ ইউরোপ ও আমেরিকার পর্যটকরা ছাড়াও বর্তমানে রাশিয়া, জাপান ও চীন থেকেও প্রচুর পরিমাণে পর্যটক বর্তমানে ভারত দর্শনে আসছেন৷ ১৬৬টি দেশের জন্য রয়েছে ই ভিসার সুবিধা৷ যা ভারত পর্যটক আগমনের সংখ্যার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা নিয়েছে বলেও তিনি মনে করেন৷
তিনি সাংবাদিকদের আরও জানান গত বছর উত্তর পূর্বাঞ্চলে বিদেশী পর্যটকের সংখ্যা ১৬৭ শতাংশ বেড়েছে এভং স্বদেশী পর্যটকদের সংখ্যা বেড়েছে ২২৮ শতাংশ৷ এক্ষেত্রে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির মত বিভিন্ন কারণ কাজ করছে বলে তিনি মনে করেন৷ উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের মধ্যে গত বছর ত্রিপুরায় সবচেয়ে বেশী বিদেশী পর্যটক এসেছেন৷ দেশীয় পর্যটক আগমনের সংখ্যার দিক দিয়ে ত্রিপুরা রয়েছে চতুর্থ স্থানে৷ ভারতবর্ষের বেশিরভাগ পর্যটনগুলোই ঋতুবিশেষে পর্যটকদের জন্য উপযুক্ত৷ কিন্তু একমাত্র উত্তর পূর্বাঞ্চলেই সারা বছরব্যাপী পর্যটকদের পর্যটনের জন্য উপযুক্ত৷ ভারত সরকার তাই উত্তর পূর্বাঞ্চলের পর্যটন স্থানগুলোর বিকাশে বিশেষ নজর দিচ্ছে৷
তিনি জানান, গত বছরে মোট ১০২ মিলিয়ন পর্যটক দেশের বিভিন্ন পর্যটন স্থানগুলো পরিদর্শন করেন৷ পর্যটন মন্ত্রক আগামী ৩ বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ করতে চায়৷ আর এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের পর্যটন স্থানগুলোর বিশেষ ভূমিকা থাকবে৷ শ্রীমতি ভার্মা জানান, স্বদেশ দর্শন প্রকল্পে সারা দেশে মোট ৬৭টি প্রোজেক্ট গ্রহণ করা হয়েছে৷ এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের জন্য রয়েছে ১৫টি প্রোজেক্ট এবং এগুলির জন্য ব্যায় হবে ১৩০০ কোটি টাকারও বেশি৷ এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল পি সি চিরিক, রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব জি এস জি আয়েঙ্গার ও পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি৷