নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বিমানের জ্বালানির তেলে ২ শতাংশ শুল্ক হ্রাসে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ফলে, রাজ্যে বিমানের জ্বালানির তেলের শুল্ক ১৮ শতাংশ থেকে কমে দাঁড়াবে ১৬ শতাংশ৷ রবিবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যে বিমান যাত্রীদের স্বার্থেই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিকে আইপিসি ধারা ৩৮২ সংশোধনীর প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ আগামী বিধানসভা নির্বাচনে আইপিসি ৩৮২ সংশোধনীর প্রস্তাব পেশ করবে রাজ্য সরকার৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যেও এনএলএসএ স্কিম চালু করতে চলেছে রাজ্য সরকার৷ এই স্কিমের অন্তর্গত ১৩টি ক্ষেত্রে নির্যাতিতাদের ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে৷ মন্ত্রিসভা এই স্কিম চালু করতে সিদ্ধান্ত নিয়েছে৷
বিমান পরিষেবায় এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য৷ একের পর এক বিমান প্রত্যাহার করে নিচ্ছে বিমান সংস্থা গুলি৷ এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে রাজ্যে বিমানের জ্বালানি তেলের অত্যাধিক শুল্ক৷ তাই, রাজ্য মন্ত্রিসভা বিমানের জ্বালানির তেলে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে৷ ২ শতাংশ শুল্ক কমানোর বিষয়ে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ এবিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ভ্যাট আইনে সংশোধনী আনা হয়েছে৷ তাতে বিমানের জ্বালানি তেলে শুল্ক ১৮ থেকে কমিয়ে ১৬ শতাংশ করা হচ্ছে৷ শুধু আগরতলায় বিমানের জ্বালানি তেলের এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ শিক্ষামন্ত্রীর দাবি, বিভিন্ন রাজ্যের তুলনায় ত্রিপুরায় বিমানের জ্বালানি তেলের শুল্ক অনেকটাই কম৷ তাঁর কথায়, গৌহাটিতে ২৩.৬৫ শতাংশ এবং কোলকাতায় ২৫ শতাংশ শুল্ক ধার্য করা আছে৷ আগরতলায় শুল্ক কম হলেও বিমানের জ্বালানি তেলের দাম কোলকাতায় তুলনায় অনেক বেশি৷ তিনি জানান, কোলকাতায় প্রতি কিলোলিটার বিমানের জ্বালানি তেলের মূল্য ৮১৪৪১.০৬ টাকা৷ কিন্তু আগরতলায় প্রতি কিলোলিটারে মূল্য ৮২৭৪২.৭২ টাকা৷ তবে, মন্ত্রিসভার সিদ্ধান্তে শুল্ক হ্রাস হওয়ার পর প্রতি কিলোলিটারে বিমানের জ্বালানি তেলের মূল্য দাড়াবে ৮১৩৪০.৩১ টাকা৷ ২ শতাংশ শুল্ক হ্রাস করায় বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হবে রাজ্য সরকারের৷
এদিন শিক্ষামন্ত্রী ত্রিপুরায় বিমানের জ্বালানি তেলের মূল্য বিভিন্ন রাজ্যের তুলনায় বেশি হওয়ার ক্ষেত্রে পরিবহন খরচকে দায়ি করেছেন৷ তিনি জানান, কোলকাতায় প্রতি কিলোলিটারে পরিবহন খরচ বাবদ ব্যয় হয় ৯১৩.৬২ টাকা এবং গৌহাটিতে খরচ হয় ২২৫৪ টাকা৷ অথচ আগরতলায় বিমানের জ্বালানি তেল পরিবহনে প্রতি কিলোলিটারে খরচ হচ্ছে ৯৮২৮.১৬ টাকা৷ এছাড়া বিমানের ল্যান্ডিং খরচও কোলকাতা কিংবা গৌহাটির তুলনায় এ রাজ্যের জন্য বেশি৷ তাঁর কথায়, গৌহাটিতে ল্যান্ডিং বাবদ খরচ ৬১৭৫৯৭১ টাকা এবং কোলকাতায় ৬৫১৫২.৮৫ টাকা৷ অথচ আগরতলায় এই খরচ গিয়ে দাঁড়ায় ৭০১২০.৯৫ টাকা৷ জ্বালানি তেলের পরিবহন খরচ এবং ল্যান্ডিং খরচ বিভিন্ন রাজ্যের তুলনায় বেশি হওয়ায় শুল্ক কম থাকা সত্বেও বিমান সংস্থাগুলির খরচ বেশি হচ্ছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই বিষয়গুলি আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে৷ কারণ, রাজ্যে বিমানের সংখ্যা না বাড়লে সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠা সম্ভব নয়৷
এদিন তিনি আরও জানিয়েছেন, আইপিসি ৩০২ ধারা সংশোধনীর প্রস্তাবে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ মূলত, চুরি অপরাধ দমনে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ৩৮২ (এ), ৩৮২ (বি), ৩৮২ (সি), ৩৮২ (ডি) এবং ৩৮২ (ই) সংশোধনীর প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ আগামী বিধানসভা অধিবেশনেই এই প্রস্তাব পেশ করা হবে৷ বিধানসভায় এই সংশোধনী বিল পাশ হলে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে৷ এই বিলে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, গরুচুরি বন্ধে কঠোর হচ্ছে রাজ্য সরকার৷ এই সংশোধনী বিধানসভায় পাশ হলে গরুচুরি করলেই নূন্যতম সাজা হবে ৭ বছর৷ সর্বোচ্চ ১০ পর্যন্ত সাজা হতে পারে৷ অন্যান্য চুরির ঘটনাগুলিও এই সংশোধনীতে যুক্ত করা হয়েছে৷ ফলে, চুরি করলেই ৭ বছরের সাজা ভোগ করতে হবে৷
এদিকে কেন্দ্রীয় সরকারের ন্যাশন্যাল লিগ্যাল সার্ভিস অথরিটি প্রকল্পটি রাজ্যে চালু করার জন্য রাজ্যমন্ত্রী সভা অনুমোদন দিয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পে মহিলারা ধর্ষণ, যৌন নির্যাতন, অগ্ণিদগ্দ, অঙ্গহানী, শারিরীক ও মানসিক নির্যাতন ইত্যাদি ১৩ ক্ষেত্রে আর্থিক সহায়তার সুযোগ পাবেন৷