নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : ছুটির দিনেও ধোঁয়াশায় আচ্ছন্ন রাজধানী দিল্লির। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। রবিবাসরীয় সকালে রাজধানী দিল্লির এয়ার কুয়ালিটি ইনডেক্স ছিল ৩২৬।
দিল্লির দুই প্রতিবেশী রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় ফসলের অবশিষ্ঠ অংশ পোড়ানোর জন্য দিল্লিতে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে শহর। তার জেরে কম দৃশ্যমানতার সৃষ্টি হয়। পাশাপাশি পরিবেশে দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে গিয়েছে দিল্লির বাতাস। এদিন শহরের ধৃপুরে সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ এয়ার কুয়ালিটি ইনডেক্স ছিল ৩৬৫, পিতমপুরে ৩৪৫, দিল্লি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ২৪২। এদিন সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। চিকিৎসকেরা জানিয়েছেন প্রয়োজন না পড়লে সকালে না বেরোনোই উচিত।