চেন্নাই, ১৩ নভেম্বর (হি.স.): মঙ্গলবার চেন্নাইয়ে কার্যত ধোঁয়াশা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোটের বিরুদ্ধে শক্তিশালী বললেন বিখ্যাত
তামিল অভিনেতা রজনীকান্ত। তিনি বলেন জোটবদ্ধ ‘১০ জন’-এর চেয়ে তিনি বেশি ‘শক্তিশালী’। রজনীকান্তের এই মন্তব্য ২০১৯-এর লোকসভা নির্বাচনে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের মহা জোট সম্বন্ধে অনেক জল্পনা উস্কে দিয়েছে। বিরোধীদের সম্ভাব্য জোট সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, \”১০ জনে একজোট হয়ে একজনের বিরোধিতা করলে কে বেশি শক্তিশালী?\”। এর আগে সোমবার এ ব্যাপারে তাঁর বক্তব্য, বিরোধীরা মোদী সরকারকে শক্তিশালী মনে করে বলেই তারা জোট করে নির্বাচনে লড়ার কথা ভাবছেন। বিখ্যাত এই তামিল অভিনেতার মতে, বিরোধীদের কাছে বিজেপি হল সবচেয়ে ‘মারাত্মক’ দল। তবে, তাঁর বিজেপি-তে যোগ দেওয়া বা জোটে যোগ দেওয়ার প্রশ্নে এখনও ধোঁয়াশা রেখেই দিলেন তিনি|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/12/Rajanikanta-300x200.jpg)
উল্লেখ্যনীয়, রজনীকান্ত ইতিমধ্যেই পরবর্তী ২০২১ বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনে লড়বেন বলে ঘোষণা করেছেন। অপরদিকে সম্প্রতি টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু ২০১৯এর লোকসভা নির্বাচনে বিরোধীদলগুলির মহা জোট নিয়ে ডিএমকে সভাপতি এম কে স্টালিন-এর সাথে দেখা করেন।