![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/Monkey.jpg)
এই ব্যাপারে পরিবেশকর্মী শ্রাবণ কুমারের বক্তব্য, প্রাকৃতিক আবাসস্থল এবং অরণ্য ক্রমশ সঙ্কুচিত হয়ে আসায় ক্ষিপ্ত হয়ে উঠছে বানরেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগ্রায় বানরের অত্যাচার বেড়েই চলেছে, বিশেষত মহিলা ও শিশুদের বেশি আক্রান্ত হতে হয় এই বানরদের কবলে। স্থানীয় বিজয় নগর কলোনির অধিবাসী সীমা গুপ্তা জানিয়েছেন, বানরের উপদ্রবে কেউ বাড়ির ছাদে যেতে পারেন না, এছাড়াও যাদের বাড়িতে লোহার গ্রিলগেট নেই তারা বাড়ির দরজাও খোলা রাখতে পারেন না একমূহুর্ত। রোদেও বসতে পারেন না ত্রস্ত এলাকাবাসী।