নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : রাজস্থানে আবারও ফুটবে পদ্ম। সোমবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। রাজস্থানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বিজেপির বিরুদ্ধে বইছে রাজনৈতিক মহলের এমন জল্পনাকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, রাজ্যের বিজেপির পক্ষেই স্রোত বইছে।
গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, রাজস্থানের কোথাও বিজেপি বিরোধী কোনও স্রোতই বইছে না। উল্টে বিজেপির পক্ষেই স্রোত বইছে গোটা রাজ্যজুড়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে অবশ্য জয়ী হবে বিজেপি। রাজ্যের ফের ফুটবে পদ্ম। রাজ্যের ২০০টি বিধানসভা কেন্দ্রেই জাতি, ধর্মবর্ণর উর্দ্ধে উঠে কোনও রকমের দ্বিচারিতা না করে উন্নয়নের কাজ করে গিয়েছে বিজেপি। রাজ্যের সাধারণ মানুষের জীবনের পরিবর্তনের জন্য কাজ করে চলেছে বিজেপি।
উল্লেখনীয়, রবিবার ১৩১ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে হবে বিধানসভা নির্বাচন।