নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ নভেম্বর৷৷ শনিবার গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হলো ৪টি দোকান৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কপাই বাজারে রাত্র আনুমানিক ১ ঘটিকার দিকে আগুন লেগে ভস্মীভূত হয় ৪টি দোকান৷ এই দোকানগুলির মধ্যে একটি স্টেশনারী দোকান, দুটি সেলুন দোকান ও অপরটি হলো মাছ দোকান৷ এরমধ্যে স্টেশনারী দোকান অপরটি হলো মাছ দোকান৷ এর মধ্যে স্টেশনারী দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে৷ স্টেশনারী দোকানের মালিক এর নাম মনোরঞ্জন দাস, বাপ্লি নমঃ ও পবিত্র দাসের ছিলেরা সেলুন দোকান ও বাসু নমঃ এর ছিলো মাছের দোকান৷
মনোরঞ্জন দাসের প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সংবাদ মাধ্যমের সম্মুখিন হয়ে মনোরঞ্জন দাস জানান নাশকতার মূলে ইচ্ছে করেই উনার দোকানে অগ্ণি সংযোগ করেছে৷ এর আগেও এক বছর আগে উনার দোকানে অগ্ণিকাণ্ড ঘটেছে৷ মনোরঞ্জন দাস বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে লোন নিয়ে পুনরায় ব্যবসা বাণিজ্য শুরু করেছিল৷ কিন্তু গতকাল রাত্রে পুনরায় উনার দোকানে অগ্ণি সংযোগ ঘটে৷ এই অগ্ণি সংযোগের ব্যপারে সন্দেহকারীদের নাম দিয়ে বাইখোড়া থানায় মামলা দায়ের করবে ব লে জানান মনোরঞ্জন দাস৷ কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে সন্দেহকারীদের নাম প্রকাশ করেনি৷ পর পর দুইবার অগ্ণি সংযোগে নিস্ব হয়ে পরেছে মনোরঞ্জন বাবু৷ গতকাল সারা রাত্র চড়কপাই বাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো বলে জানা যায়৷ তাই সকলের সন্দেহ সর্ট সার্কিট হবার সম্ভাবনা নেই কেউ ইচ্ছাকৃতভাবে এই অগ্ণিসংযোগ করেছে বলে লোকমনে তীব্র গুঞ্জন চলছে৷ এই ধরনের অগ্ণি সংযোগে পশ্চিম চড়কপাই বাজারে ব্যবসায়ীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
এক বিধবংসী অগ্ণিকাণ্ডে চম্পকনগর বাজারের চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে৷ খবর পেয়ে ইঞ্জিন নিয়ে ঘটানস্থলে ছুটে যান অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্তে আসে৷ কিন্তু ততক্ষণে সম্পূর্ণবাবে পুড়ে গেছে বাজারের চারটি দোকান৷ ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শখট সার্কিট থেকে এই আগুন লেগেছে৷ ভুক্তভোগীদের দাবি, অগ্ণিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ প্রসঙ্গত, আগুন লাগে শনিবার গভীর রাতে৷ রবিবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে৷ এদিকে এ ঘটনায় পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে৷ অপরদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সাহায্যের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে আছেন৷ প্রশাসন ক্ষতির হিসাবনিকাশ শুরু করেছে বলে জানা গেছে৷
2018-11-12