BRAKING NEWS

আগ্নেয়াস্ত্রের মধ্যেই বিপ্লব দেখছে কংগ্রেস : অমিত শাহ

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : কংগ্রেস আগ্নেয়াস্ত্রের মধ্যে বিপ্লব দেখছে। কিন্তু বিজেপি গরিব কৃষকদের বাড়তি ভাতা অনুমোদনের মাধ্যমেই বিপ্লব দেখতে পায়। সোমবার এমনই ভাষায় কংগ্রেসের নিন্দায় মুখর হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেস আগ্নেয়াস্ত্রের মধ্যেই বিপ্লব দেখতে পায়। অন্যদিকে আমরা(বিজেপি) গরিব কৃষকদের বাড়তি ভাতা অনুমোদনের মাধ্যমে বিপ্লবকে দেখতে পাই। আমাদের কাছে শিশুদের টিকাকরণ ও ধোঁয়া মুক্ত বাড়িই হচ্ছে প্রকৃত বিপ্লব। অন্তদয় নীতির মাধ্যমে আমরা জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে প্রান্তিক শ্রেণীতে থাকা মানুষেরা সমাজের মূলস্রোতে যুক্ত হতে পারে। অনুপ্রবেশ মুক্ত দেশ গড়ে তুলতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কি আমাদের সমর্থন করবেন? বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কংগ্রেস।
দলীয় কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারের উন্নয়নমুখী কাজকর্মগুলিকে জনগণের কাছে তুলে ধরতে হবে দলীয় কর্মীদের। নির্বাচন বিজেপি কাছে শুধুমাত্র ক্ষমতায় আসার মাধ্যম নয়। এর মাধ্যমে বিজেপি নিজেদের আদর্শ ও ধারণাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। বিজেপি ক্ষমতায় থাকলেই ভারত মহানরাষ্ট্রে পরিণত হবে।
উল্লেখনীয়, আগামী ২০ নভেম্বর ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হবে। মিজোরাম ও মধ্যপ্রদেশে ভোট হবে ২৮ নভেম্বর। রাজস্থান ও তেলেঙ্গানায় ভোট হবে ৭ ডিসেম্বর। ফলাফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *