নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ আগরতলা শহরে বিভিন্ন স্থানে বাইক, গাড়ির ব্যাটারি ইত্যাদি চুরির সাথে যুক্ত তিন কুখ্যাত চোরকে পূর্ব আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে৷ ধৃতরা হল যোগেন্দ্রনগরের উত্তম দেব, ইন্দ্রনগরের রঞ্জিত দাস এবং নেতাজী চৌমুহনীর মানব সাহা৷ শুক্রবার পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে৷ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ২০৮/১৮৷ তাদের জেরা করে চোরচক্রের আরও কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ৷
2018-11-10