নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ সংশোধিত বেতনক্রমে আরওপি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ ফলে, ডিসেম্বরেই বেতনের সাথে সংশোধিত বেতনক্রম ও দুই মাসের এরিয়ার পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ নয়া বেতনক্রম অনুসারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বৃদ্ধি হচ্ছে ০.৩২ শতাংশ৷
চলতি বছরের ১ অক্টোবর থেকে নয়া বেতনক্রম চালু হচ্ছে৷ ফলে, সংশোধীত হারে শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সদের নয়া বেতনক্রমের আরওপি তৈরি করা হয়েছে৷ এই আরওপি তৈরিতে কিছুটা সময় লেগেছে৷ সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই আরওপি অনুমোদন দেওয়া হয়েছে৷ ফলে, ধারনা করা হচ্ছে দীপাবলির আগেই নয়া আরওপি’র বিজ্ঞপ্তি জারি করা হতে পারে৷ তাতে ডিসেম্বরেই বেতনের সাথে নয়া বেতনক্রমের সুযোগ পাওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে৷ পাশাপাশি দুই মাসের এরিয়ারও পেতে পারেন শিক্ষক, কর্মচারী ও পেনসনার্সরা৷
সূত্রের দাবি, পে-রুল্স ২০১৭ এর প্রথম সংশোধনী আনা হয়েছে৷ তাতে গত পে মেট্রিক্স ফর্মুলা উঠে যাবে৷ তার স্থলে নতুন পে মেট্রিক্স আসবে৷ পে-রুল্স ২০১৭ এর বদলে নতুন ফর্মুলা মেনে বেতন স্থির হবে৷ সূত্রের খবর, সরল ভাবে বোঝার জন্য বিজ্ঞপ্তিতে সমস্ত বর্ননা দেওয়া থাকবে৷ যদি বেতনক্রম বোঝতে অসুবিধা হয় তাহলে আরও একটি সার্কুলার জারি করা হবে৷ বিশেষ করে, ডিডিওদের ফর্মুলা বোঝার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে৷
সূত্রের আরও খবর, ডিআরডব্লিউ সহ দৈনিক হাজিরার কর্মীদের জন্যও কে কোন হারে ভাতা পাবেন এর জন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে৷ পে-রুল্স ২০১৭ এর প্রথম সংশোধনীতে স্বাভাবিক ভাবেই পেনশন রুল্স ২০১৭ও প্রথম সংশোধনী আনা হয়েছে৷ তাতে, পেনশনার্সরা কি ফর্মুলায় ভাতা পাবেন তা স্পষ্ট করে বলা হয়েছে৷
ভার্মা কমিটির কাছে পিএসইউ গুলির বিষয়ে বেতনক্রমে সংশোধনের জন্য কোন কিছুই বলা হয়নি৷ তাই পে-রুল্স ২০১৮তে পিএসইউ গুলির বিষয়ে নয়া বেতনক্রমের কোনও উল্লেখ নেই৷ সূত্রের খবর, পিএসইউ গুলি নিজ নিজ ক্ষেত্রে তাদের আয়-ব্যয়ের হিসেব পরীক্ষা-নিরীক্ষার পর রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে হবে৷ অর্থ দপ্তর ওই রিপোর্ট পর্যালোচনা করে দেখবে৷ কারণ, পিএসইউ গুলির কর্মীদের সংশোধীত বেতনক্রমের মতই সুবিধা দিতে গেলে কোষাগারে বিরাট প্রভাব পড়বে৷ বর্তমানে রাজ্যে ৫৯টি পিএসইউ রয়েছে৷ তাতে মোট কর্মচারীর সংখ্যা প্রায় ৯ হাজার৷