আগরতলা, ৪ নভেম্বর (হি.স.) : গাঁজা-বিরোধী অভিযানে ফের সফলতা লাভ করলো সুরক্ষা বাহিনী। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রচেষ্টায় মোহনপুর এলাকায় গাঁজা বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে।
মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গদুলাল দেববর্মার নেতৃত্বে সিধাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় সেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে সিমনার দাইগ্যাবাড়ি এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে হানা দেন। সেখানে বেশ কয়েকটি গাঁজার বাগান ধ্বংস করা হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে।
জানা গেছে, এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজারের উপর গাঁজার গাছ ধ্বংস করা হয়েছে। সিধাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় সেন জানান, তাঁর থানা এলাকাকে গাঁজামুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে পুলিশ। তিনি জানান, যতদিন সম্পূর্ণভাবে গাঁজা বাণিজ্য বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত পুলিশের এই অভিযান জারি থাকবে।