![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/12/JK-300x230.jpg)
বিগত কয়েক বছরের তুলনায় এ বছর সপ্তাহখানেক আগেই প্রবল তুষারপাত হওয়ায় অধিকাংশ ফলসমৃদ্ধ গাছের পাতায় পুরু বরফ জমে যায়। ত্রালের বাসিন্দা আব্দুল রশিদ জানান, এবছর ৫০ কানালেরও বেশি আপেল হয়েছিল। কিন্তু, ভারী তুষারপাতে অধিকাংশ গাছই ভেঙে পড়ে। উদ্যানপালন আধিকারিক জানিয়েছেন, জমির রিপোর্ট পেলেই বড় ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের কাজ শুরু হবে। উল্লেখ্যনীয়, শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় প্রবল তুষারপাত ও ভূমিধসে শাবিনা কৌসর নামে নয় বছরের এক শিশুকন্যার মৃত্যুর খবর পাওয়া যায় রবিবার। একটি যাযাবর পরিবারের ওই শিশুকন্যার মৃত্যুর পাশাপাশি ভূমিধসে তাঁবু চাপা পরে আহত হয়েছেন মৃতের পরিবারেরই আরও তিনজন।